ফাইনালে কলাম্বিয়ার বিপক্ষে শক্তিশালী যে একাদশ নিয়ে মাঠে নামাবে আর্জেন্টিনা

ফাইনালে কলাম্বিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার অপেক্ষায় টিম আর্জেন্টিনা, এর মধ্যে এই ম্যাচ কে সামনে রেখে কঠোর অনুশীলনের সময় পার করছে টিম আর্জেন্টিনা। যে কোন মূল্যে কলম্বিয়া কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতন শিরোপা ঘরে তুলতে চায় আর্জেন্টিনা। আগামী ১৫ জুলাই কি হবে আর্জেন্টিনার প্রথম একাদশ, 

আর্জেন্টিনার কোচ  এস্কলোনি তৈরি করেছে শক্তিশালী একাদশ, এ ম্যাচে ৪-৩-৩ ফরমেটে ম্যাচ সাজাবে স্কলনি। কলম্বিয়ার বিপক্ষে গোল বারে দেখা যাবে আর্জেন্টিনার অন্যতম সেরা গোলকিপার এমিলিয়ান ও মাটিনেজ।  ডিফেন্স লাইনে দেখা যাবে সেরা চারজনকে, সেন্টার ব্যাক সামলাবে ক্রিস্টিয়ান রোমেরো এবং কসাই খ্যাত লিসান রো মার্টিনেস।

রাইট ব্যাকে থাকবে নাভলেন মলিনা এবং লেফটব্যাগে থাকবে নিকোলাস টাগলিয়ারফেকো
ইনজুরির সমস্যা থাকার কারণে ম্যাচ টি মিস করেছে আর্জেন্টিনার লেফট ব্যাক মার্কাস একনা। 
মিডফিল্ড দেখা যাবে বেশ কিছু পরিবর্তন।

রদরি গো, ডিপর ও ম্যাগএলিস্টার এই তিনজন কনর্ফম,তৃতীয় মিডফিল্ডার হিসেবে ইন্দোফান্দারদিস,তার সাথে  এটাকিং মিড ফিল্ডে একাদশে থাকতে পারে লিয়ান্দোপারিদেস।ফরওয়ার্ডে মেসি একাদশে কনফার্ম, আপাতত মেসির কোন ইনজুরির সমস্যা নেই, এম ম্যাচে পুরোপুরি ফিট মেসিকে পাচ্ছেন কোচ স্কালনি।

Leave a Comment