ইকোটোরিয়াল গুয়েনা দেশটার নাম শুনেছেন ?কেউ হয়তো শুনছেন, কেউ হয়তো শুনেনায়। সেন্ট্রাল আফ্রিকার ওয়েস্ট কোস্টে ছোট্ট একটি দেশের নাম শুনেই গুগল ম্যাপ খুজে দেখলাম। হঠাৎ এই দেশটি কেন খুঁজলাম ? খোঁজার কারন হচ্ছে স্পেনের এক সতেরো বছরের বালক, ফুটবলে ইউএফা ইউরো ২০২৪ টুনার্মেন এ পুরো বিশ্বে হৈচৈ ফেলে দিয়েছে। আর সেই ছেলেটির নাম লেমিনে ইয়ামল।
এই ছেলেটির স্পেনে জন্ম কিন্তু ওর বাবা মরক্কোর আর ওর মা ইকোটোরিয়াল গুয়েনা-র। ছেলেটির এমন ফুটবল প্রতিভা যে মাত্র ১৬+ বয়েসে তার ১৭ বছর বয়স হওয়ার আগেই, সে স্পেনের নিজের নাম জাতীয় দলে করে নিয়েছে এবং শুরুতেই ইউরো কাপ টুনার্মেন ২০২৪ মাতিয়ে নিয়েছে । এ যেন এক কুরুক্ষেত্রে নিজেকে মেলে দিছে সবার চোখের আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে, যার যুদ্ধ দেখে ফুটবল কোচেরাও বলছেন “ঠিক যেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোনালডোর প্রতিচ্ছবি !”
ইউরোপের খবরে প্রকাশ, প্যারিসের সাঁ-জা ক্লাব নাকি এই বাচ্চা প্লেয়ারটিকে পেতে ঝাঁপিয়েছে এবং তারা নাকি ওর জন্য ২২৫ মিলিয়ন ইউরো (ভারতীয় টাকায় ২০০০ কোটি টাকারও বেশি) দিতে রাজি – এতো টাকা তারা নেইমারের জন্যেও দেয়নি ! কিন্তু তার থেকেও আরো আশ্চর্যের খবরটি প্রকাশ করেছে একটি জার্মান খবরের কাগজ – বিল্ড। খবরটি হলো এই প্লেয়ারটিকে নিয়ে স্পেনের ন্যাশনাল কোচ ডেলা ফন্টে বড়োই বিপদে পড়েছেন। তার কারণ হলো জার্মান লেবার ল !
জার্মান লেবার ল অনুযায়ী কোনো নাবালক বা নাবালিকাকে রাত ৮ টার পরে কাজ করানো যায় না। প্রফেশনাল অ্যাথেলিটদের জন্য কিছুটা ছাড় দিয়ে সেটা নাকি রাত ১০ টা। ল-টি জার্মানিতে এতটাই স্ট্রিক্টলি এনফোর্সড যে এর ভায়োলেশন যিনি করবেন তার বা তাদের জেল যাত্রা সুনিশ্চিত !
স্পেন-ইতালি ম্যাচে দুর্দান্ত খেলছিলেন ইয়ামল। কিন্তু রাত দশটা বেজে যাবার আগেই, স্প্যানিশ কোচ ওকে তুলে নিতে বাধ্য হন – নয়তো জার্মান অথরিটি হয়তো কোচ ডেলা ফন্টেকেই জেলে ভরতো ! ফুটবল খেলাটাও লেবার ল-এর মধ্যেই পড়ে কিনা ! কোচ ডেলা ফন্টের এখন সবচেয়ে মাথাব্যথা ম্যাচের কতটা সময় উনি ইয়ামলকে খেলাতে পারবেন !
আমদের দেশে শিশুশ্রম নিয়ে অনেক আইন থাকলেও তার এনফোর্সমেন্ট নিয়ে আমরা সম্পূর্ন উদাসীন। তাই রাত সাড়ে এগারোটায় কোনো ছোটু বা ছুটকি নামের নাবালক বা নাবালিকাকে চায়ের দোকানে এঁটো বাসন মাজতে দেখলে আমাদের কিছুই মনে হয় না।
এই ছোটু বা ছুটকিরা কোনোদিন জানতেও পারবে না তাদের বয়েসী একটি ছেলে পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার হতে চলেছে যার কাজের সময় নিয়ে একটি দেশের আইন, স্পেনের জাতীয় ফুটবল দলের অফিসিয়ালদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।