হটাৎ জাতিসংঘের অনুসন্ধানী টীম কেন বাংলাদেশে! কি তদন্ত করতে চাচ্ছে তারা ?

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত শুরু হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয় হাই কমিশনের তথ্য অনুসন্ধান দল, সুইজারল্যান্ডের জেনেভা থেকে গত সোমবার ঢাকায় আসেন প্রতিনিধি দলের তিন সদস্য। মঙ্গলবার তারা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে তার দপ্তরে দেখা করেন।

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,
তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করবে তারা তদন্তের কাজে কোথাও গেলে যেখানে যদি নিরাপত্তার ব্যবস্থা বা আস্থার ব্যবস্থা করতে হয় সেরকম সহযোগিতা করতে আমরা রাজি আছি।

জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন সরকারের কাছে কোন সহযোগিতা চেয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পরাষ্ট উপদেষ্টা বলেন,
এখনো তারা সহযোগিতার বিষয় কিছু বলেনি তারা নিজেরাই সবকিছুর আয়োজন করতে পারবে বলে মনে করেছে প্রয়োজন হলে তারা জানাবে।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক পর আরো একাধিক বৈঠক করেছে জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্যরা।

প্রথম একভাবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে অবস্থান করবে তদন্তের জন্য প্রয়োজন হলে আরো কয়েকদিন থাকতে পারে তারা। জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্রে এসব বিষয়ে জানা গেছে।

সূত্রগুলো আরো জানিয়েছে,
তথ্য অনুসন্ধান দলটি গত জুলাই ও আগস্ট এর শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানব অধিকার বিরোধী অপরাধ ও বিচার বহিভূত হত্যাকাণ্ড সহ ১৫ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তদন্ত প্রতিবেদন আগামী আগামী নভেম্বর মাসের শেষের দিকে অভ্যন্তরীণ সরকারের কাছে জমা দিবে।

Leave a Comment