তাহলে গুঞ্জনি কি সত্যি হলো!তামিমি কি হতে যাচ্ছে বিসিবি পরিচালক?

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবির পরিচালক হতে চলছে। এমনই এক গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিকেট আঙ্গনে ।

তামিম এখনও বাংলাদেশের ক্রিকেটার, আনুষ্ঠানিকভাবে অবসরও নেননি তামিম। সেই প্রেক্ষিতে তামিম ইকবালের বিসিবি পরিচালক হওয়ার বিষয়টি অনেকটাই ‘গাছে কাঁঠাল গোফে তেল ’ দেওয়ার মতো বিষয় বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

তামিম ক্রিকেট মাঠে ফিরবেন নাকি বিসিবি পরিচালক হবেন এ নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে বেস কিছুদিন ধরে, ।

তামিম এখনো ক্রিকেট খেলতে পারে এমন কথা বলেছেন নতুন বোট সভাপতি। তবে তামিমের কিছু কর্মকাণ্ডে বোর্ড পরিচালক হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতি এর বৈঠকে তামিমের উপস্থিত থাকায় সেই গুঞ্জন আরো বাড়িয়ে দিয়েছে নেটিজেন্ডরা।

তামিম ইকবাল বোর্ড সভাপতি হওয়ার বিষয়টা বিসিবির হাতে।
যদি তামিম বোর্ড সভাপতি হতে চান সেক্ষেত্রে কিছু আনুষ্ঠানিক ধাপ পেরিয়ে যেতে হবে।
প্রথমত শূন্য হাওয়া পরিচালক পদগুলো বিসিবি পূরণ করবে সেই ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে।
এরইমধ্যে নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন সরে গেছে সামনে আরো পথ ফাঁকা হওয়ার সম্ভাবনা ও রয়েছে।

আর এক বছর বাকি আছে চলতি বোর্ডের মেয়াদ। এই স্বল্প সময়ের জন্য ভোট উপ নির্বাচন করবে নাকি যারা সক্রিয় আছে তারা একাধিক দায়িত্ব নিয়ে বাকি সময়টা পার করবে এটা একটা বড় সিদ্ধান্ত।

বর্তমান বোর্ড যদি শূন্য পরিচালক পদ পূরণের উদ্যোগ নেয় তখনই বাস্তবিক অর্থে তামিম পরিচালক হওয়ার বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।

পরিচালক হতে হলে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট থেকে অবসর নিতে হবে তামিমকে এবাং পাশাপাশি তাকে কাউন্সিলর হতে হবে।

Leave a Comment