চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে কর্পোরেট লুকে মাঠে প্রবেশ করেছেন তামিম ইকবাল!!

তামিম ইকবাল যার নাম শুনলেই মনে পড়ে ২৮ নাম্বার জার্সির পিছনে একজন বা হাতি কারিগরের গল্প। যিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ দলের অপেনার হিসেবে খেলেছেন এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছেন।ব্যাট হাতে অর্জন অনেক ট্রফি ম্যান অফ দা ম্যাচ।জাতীয় দলের অধিনায়ক ছিলেন কয়েক বছর।

জাতীয় দলের ক্রিকেট থেকে অবসর না নিলেও তিনি এখন জাতীয় দলের অনিয়মিত মুখ।
আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ইন্ডিয়ার বিপক্ষে বাংলার বাঘদের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই তামিমকে মাঠে দেখা যায়।

চিরচেনা সেই ২৮ নাম্বার জার্সি নয় সে কর্পোরেট লুকে মাঠে প্রবেশ করেছেন।হঠাৎ এমন কর্পোরেট লুকে তাকে দেখে চমকে যাওয়ারই কথা।

টস শুরুর আগে বাংলাদেশ দল ওয়ার্মআপ করছিলো।মেহেদী মিরাজ,সাকিব স্টেডিয়ামের ড্রেসিং রুম প্রান্তে। প্রেস বক্স প্রান্তে হাসান মাহমুদ,তাসকিন,নাহিদ রানা বোলিং করছিলেন।হঠাৎ দেখা গেল বলারদের দিকে ছুটে যাচ্ছেন তামিম ইকবাল। লক্ষ করে দেখা গেলো সবার সাথে হাত মিলিয়ে তাসকিনের সাথে কিছুক্ষণ কথা বলে তাইজুল ইসলামের সঙ্গে বের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করলেন।জানা গেছে তিনি ভারত সিরিজে আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকবেন।

বাংলাদেশের অতিথি ধারাভাষ্যকার হিসেবে তাকে দেখা গেছে বহুবার।কিন্তু একবারের গল্পটা পুরোপুরি ভিন্ন। তামিম ইকবাল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে নতুন এই ক্যারিয়ার নিয়েই কাজ শুরু করবেন।আর তা শুরু হলো ভারতের মাঠিতে বাংলাদেশের ম্যাচ দিয়েই।

টসের পর প্রেস বক্সের সামনেই স্টার স্পোর্টস বিশ্লেষণী অনুষ্ঠানেও তাকে লক্ষ করা যায়।

আজ বাংলাদেশের হয়ে বোলিং করতে নেমে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের নিমিষেই তুলোধুনো করে দিয়েছেন। তাসকিন, হাসান মাহমুদ নতুন বলটা কাজে লাগিয়েছেন। হাসান মাহামুদ একাই ৩ উইকেট নিয়ে নিয়েছেন যার মধ্যে রোহিত শর্মা ও বিরাট কোহলি রয়েছেন।তামিম ইকবাল নিশ্চয়ই ব্যাপারটা উপভোগ করেছেন।

Leave a Comment