সাকিব ভালো খেললেও দ্বিতীয় ম্যাচেই পেতে হলে তিক্ত সাধ

মেজর লিগ ক্রিকেটের অভিষেকটা স্মরণীয় করে রাখতে পারলেও দ্বিতীয় ম্যাচে এসেই হারের স্বাদ পেয়ে গেলেন সাকিব আল হাসান ও তার দল। সান ফ্রান্সিসকো ইউনিকর্নের কাছে হারে সুনিল নারিনের দল। এদিকে ব্যাট হাতে ভালো করলেও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব।

টেক্সাসের গ্রান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আজ সকালে সান ফ্রান্সিসকোর মুখোমুখি হয় সাকিবের লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।সেখানে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৬৫ রান তোলতে সক্ষম হয় নাইটরা।

টসে হেরে ব্যাট করা লস অ্যাঞ্জেলসের শুরুটাও খুব একটা ভালো হয়নি।মাত্র ৩ ওভারে ১৫ রানে হারায় ২ উইকেট।শুরু তে নামা নারিন ৬ ও উন্মুক্ত চাঁদ ফেরেন ৫ বলে ০ রানে। সেখান থেকে জেসন রয়েকে সাথে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান সাকিব। জেসন রয় অবস্য ৬.৩ ওভারে ১৮ বলে ২৬ করে আউট হন।

এরপর নিতিশ কুমারকে নিয়ে এগতে থাকেন সাকিব ১১.৩ ওভারে দলকে পৌঁছে দেন ৮৯ রানে।সাকিব ২৬ বলে ৩৫ করে উইকেটের পেছনে ক্যাচ দিএ ফেরেন । পরের ওভারেই নিতিশ ফেরেন ২০ রান করে। শেষ দিকে অবশ্য ডেভিড মিলারের ২৪ ও আন্দ্রে রাসেলের ঝড়ো ২৫ বলে ৪০* রানের ইনিংসে দেড় শ’ পেরোয় লস অ্যাঞ্জেলস এর।

জবা দিতে নেমে তৃতীয় ওভারেই ফ্রেসার ম্যাকার্গক (৯) ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে ৫২ বলে ১১৬ রান যোগ করেন ফ্যাবিয়ান এলেন ও ম্যাথু শর্ট মিলে। তাতেই জয়ের ঘ্রাণ পেতে থাকে সান ফ্রান্সিসকো।শর্ট ১২.১ ওভারে ২৬ বলে ৫৮ রানে যখন আউট হন দলের রান তখন ১৩১।

এর পরের ওভারে ৩৭ বলে ৬৩ রান করে আউট হন ফ্যাবিয়ান। এরপর জশ ইনলিশের ১৫ ও কোরি আন্ডারসনের ১১* রানে অপরা জিতো থেকে জয় নিশ্চিত করে সান ফ্রান্সিসকো। সাকিব ২ ওভারে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য ছিলেন।

Leave a Comment