পাওয়ার গ্রিডে বিশাল চাকরির সুযোগ: ১৬৩টি পদে নিয়োগ চলছে

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬৩টি পদে জনবল নিয়োগ দেবে। চারটি ক্যাটাগরির এই পদগুলোতে ১১ থেকে ১৫তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদসমূহ ও যোগ্যতা:

১. জুনিয়র হিসাব সহকারী:
পদসংখ্যা: ৫
যোগ্যতা:** অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং/এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণির বিবিএ/বিবিএস (সম্মান) ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সিজিপিএ/জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ২.৮২ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ২.২৫।
বেতন: ২৩,০০০ টাকা (গ্রেড-১১)

২. জুনিয়র প্রশাসনিক সহকারী:
পদসংখ্যা: ৪
যোগ্যতা: যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সিজিপিএ/জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ২.৮২ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ২.২৫।
বেতন:২৩,০০০ টাকা (গ্রেড-১১)

৩. কারিগরি সহায়ক (ওঅ্যান্ডএম):
পদসংখ্যা: ১৫০
যোগ্যতা: কারিগরি শিক্ষা বোর্ড থেকে জেনারেল ইলেকট্রনিকস/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি/প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেডে দ্বিতীয় বিভাগে এসএসসি (ভোকেশনাল)/দাখিল (বিজ্ঞান)/এসএসসি (বিজ্ঞান)। সুস্বাস্থ্যের অধিকারী এবং বৈদ্যুতিক টাওয়ার ও স্থাপনায় ওঠা-নামার সক্ষমতা। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ২.০০।
বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৫)

৪. অফিস সহায়ক:
পদসংখ্যা: ৪
যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এসএসসি বা দাখিল বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ২.০০।
বেতন: ১৪,৫০০ টাকা (গ্রেড-১৫)

আবেদনের শর্তাবলি:

কিছু নির্দিষ্ট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না, তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিস্তারিত তালিকা বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

চাকরির ধরন:

নির্বাচিত প্রার্থীদের এক বছরের প্রবেশনসহ পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রবেশনকাল সফলভাবে সম্পন্ন হলে চাকরি নিশ্চিত করা হবে এবং কর্মমূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে।

বয়সসীমা:

১ জুলাই ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কিছু ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা পিজিসিবির ওয়েবসাইট বা টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ফি ৮০০ টাকা, যা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:

৭ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৪, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

Leave a Comment