চিরচেনা রূপে ফিরেছে সাকিব, এমএলসি মিশন শুরু করেছে জয়ে দিয়ে

দীর্ঘদিন ধরে ব্যাট হাতে এবং বল হাতে বেস অনুজ্জ্বল ছিল সাকিব আল হাসান। তাই এমএলসি লিগে তারকাবহুল দলে তার জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল বেশ। কিন্তু সাকিবের অভিজ্ঞতায়ই ভরসা রেখেছেন সুনীল নারিনরা।আস্থার প্রতিদানও ভালোভাবেই দিয়েছেন টাইগার অলরাউন্ডার। মেজর লিগ ক্রিকেটে সাকিব এর প্রথম ম্যাচে ব্যাট এবং বল হাতে চিরচেনা রূপে দেখা গেছে সাকিবকে। দলকেও এনে দিয়েছেন স্বস্তির জয়।

যুক্তরাষ্ট্রের ডালাসে শনিবার মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে টেক্সাস সুপার কিংসকে ১২ রানে হারিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। লস অ্যাঞ্জেলসের দেয়া ১৬২ রানেরব বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫০ রানেই অলআউট হয়ে যায় টেক্সাস।

ব্যাটিংয় নেমে মাত্র ১৩ বলে ১৮ রান করেছেন সাকিব।তার ক্যামিও ইনিংসে চার মেরেছেন ৩টি। বল হাতে নিয়েছেন অ্যারন হার্ডির গুরুত্বপূর্ণ একটি উইকেট। তবে ৩ ওভার বোলিং করা এই স্পিনার বল হাতে কিছুটা খরুচে ছিলেন, দিয়েছেন ৩২ রান।

তবে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সকেও ছাপিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের পেসার আলী খান। দলের হারের মুখ থেকে বাঁচিয়ে আনে দেয় স্বস্তির জয়। তার ৪ ওভার বোলিং করে নিয়েছেন মুলবান ৪ উইকেট।
সাকিবদের হয়ে আরো ভালো ব্যাটিং করেছেন ভারতীয় বংশোদ্ভূত উন্মুক্ত চাঁদ। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কও ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অফফর্মের চক্রে ঘুরপাক খাচ্ছেন এখন। দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন সুদূর আমেরিকায়। তবে সেখানে গিয়েও জাতীয় দলে জায়গা করে নিতে পারছেন না প্রতিভাবান এই ক্রিকেটার।

তবে এমএলসির প্রথম ম্যাচে উন্মুক্ত চাঁদ এর ব্যাটিং নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে । দলের বিপর্যয়ের সময় ব্যাটিংয়ে নেমে ৪৫ বলে করেছেন ৬৮ রান করান এই ব্যাটের । তার অপ্রতিরোধ্য ইনিংসে ৩টি ছক্কা ও ৬টি চার মেরেছেন তিনি। ২০ ওভার শেষে ১৬২ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছে লস অ্যাঞ্জেলস।

বড় লক্ষ্য তাড়ায় নেমে ডেভন কনওয়ের বিধ্বংস ব্যাটে জয়ের পথেই ছিল টেক্সাস সুপার কিংস। জয়ের জন্য শেষ ৭ ওভারে দরকার ছিল ৬৩ রান ডু প্লেসিসের দলের, হাতে ৮ উইকেট। তখনই বোলিং করতে এসে টেক্সাসের ব্যাটিং লাইনকে লণ্ডভণ্ড করে দেন আলী খান। একই ওভারে কনওয়ে, জশুয়া ট্রম্প ও মিলিন্দ কুমারকে ফিরিয়ে খেলার মোড় ঘুরান তিনি। পরের ওভারে মার্কাস স্টয়নিসকে ফেরান সুনীল নারিন। আর তাতে জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় লস অ্যাঞ্জেলসের জন্য।

শেষ পর্যন্ত ১৫০ রানে থামে টেক্সাস। ডু প্লেসিদের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন কনওয়ে। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলা প্রোটিয়া ব্যাটার ক্যালভিন স্যাভেজ অপরাজিত ছিলেন ১৮ বলে ২৯ রান করে।

Leave a Comment