নড়াইলে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মাশরাফিসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গতরাতে শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলাটি করেন।

মামলায় মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপনকেও আসামি করা হয়

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সময় মাশরাফি ও তার বাবাসহ অন্যরা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে নড়াইল মোড়ে সমাবেশ করেন।

শেখ হাসিনার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল রাসেল ব্রিজ এলাকায় পৌঁছালে আসামিরা শিক্ষার্থীদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।

মামলার বিবৃতি অনুসারে, সংঘর্ষের সময় তারা গুলি চালায়, এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়।আনে।”

Leave a Comment