হ্যাকারদের কবলে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট

আজ (৯ জুলাই) সকাল থেকে এমনটি পাওয়া গেছে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল থেকে ওয়েবসাইটটি হ্যাক হয়েছে। আমাদের প্রকৌশলীরা আসেছে, যত দ্রুত সম্ভব এটি ঠিক করাও হচ্ছে। তবে আমাদের আরেকটি ওয়েবসাইট (https://live8.bmd.gov.bd/bn/ ) ঠিক রয়েছে।

এ সময় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, HACKED BY ODIYAN911 লেখা আসতেছে।

ওয়েবসাইটের নিচ দিয়ে স্ক্রল যাচ্ছে- ODIYAN & SOLVEIG & SHUBH & BINARY-USER & ZODIAC & H3ROIC-CHAD & ANON_SEC_101. অবশ্য বাংলায় আবহাওয়া অধিদপ্তর লিখে গুগল সার্চ করলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।

তবে সেখান থেকে ইংলিশ মুডে নিলে ওয়েবসাইট হ্যাকড দেখাচ্ছে। সর্বশেষ আপডেট তথ্য ইংরেজি মুডে ওয়েবসাইটে এখন থেকে পাওয়া যায়।

Leave a Comment