প্রেমিকা অহেতুক মিথ্যে বলছে আপনার সঙ্গে? তাকে শুধরাবেন কি করে? জেনে নিন কার্যকরী উপায় গুলো!

অল্প-বিস্তর মিথ্যে বলার অভ্যাস প্রায় সবার মধ্যেই আছে। কারণ, বর্তমান দুনিয়ায় শুধুমাত্র সত্য বলে টিকে থাকা সত্যিই কঠিন। কিন্তু যখন আপনার প্রেয়সী প্রতিনিয়ত মিথ্যে বলে চলেন, তখন সেটা সামাল দেওয়া বেশ কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে যখন প্রেমিকার মুখে শুধুই মিথ্যের ফুলঝুরি, তখন আপনি কী করবেন?

অনেক মহিলা মিথ্যে বলাকে একপ্রকার শিল্পের পর্যায়ে নিয়ে যান। ফলে প্রয়োজন হোক বা না হোক, অহেতুক মিথ্যে বলে থাকেন। এমনকী প্রেমিকের সঙ্গেও মিথ্যে কথার মায়াজাল বুনে রাখেন। যখন এসব মিথ্যে প্রকাশ পায়, তখন পুরুষের মনের জ্বালা আরও বেড়ে যায়। তাই সম্পর্কটি ভেঙে যাওয়ার আগেই কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রথমেই প্রেমিকার মিথ্যে বলার অভ্যাসটি বুঝতে শিখুন। অনেক সময় প্রেমের প্রথম দিকে পুরুষরা মিথ্যে কথা জানলেও তা অবহেলা করেন, ফলে প্রেমিকার আত্মবিশ্বাস বেড়ে যায়। এরপর মিথ্যে কথার ধারা অব্যাহত থাকে। তাই এখনই সময়, প্রেমিকাকে বোঝানোর যে মিথ্যে বলা সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে।

প্রেমিকাকে মাথা ঠান্ডা রেখে বোঝান যে মিথ্যে কথা বললে তিনি সকলের কাছে ছোট হয়ে যাবেন এবং এতে তাঁর মান সম্মান কমে যাবে। তাড়াহুড়ো করে রাগ দেখাবেন না, কারণ এটি সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। প্রতিদিন ধৈর্য ধরে তাঁকে বোঝানোর চেষ্টা করুন, যাতে তিনি আপনার কথা বুঝতে পারেন।

অনেক সময় সম্পর্কের প্রতি বিশ্বাস কম থাকলে নারী-পুরুষ একে অপরকে মিথ্যে কথা বলেন। তাই প্রেমিকার মিথ্যে বলার অভ্যাসের পেছনে এই কারণও থাকতে পারে। সেক্ষেত্রে, সম্পর্কের প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আরও সময় দিন, গিফট দিন এবং মাঝে মাঝে ঘুরতে যান। আশা করা যায়, এতে সম্পর্কের উন্নতি হবে।

প্রেমিকা যখনই কিছু বলবেন, তার সত্যতা যাচাই করার চেষ্টা করুন। মিথ্যে ধরা পড়লে তাঁকে জানিয়ে দিন। সারাদিনের মিথ্যে কথাগুলো মেসেজে লিখে পাঠান। এতে প্রেমিকা বুঝবেন যে মিথ্যে বলে কোনও লাভ নেই।

অনেক মহিলার স্বভাবগতভাবে মিথ্যে বলার অভ্যাস থাকে, যা বদলানো কঠিন। এ ধরনের ক্ষেত্রে বিশেষজ্ঞের সাহায্য নিন। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চললে, কিছুদিনের মধ্যেই পরিবর্তন আসবে এবং মিথ্যে বলা কমে যাবে।

সম্পর্ক রক্ষা করা কঠিন হতে পারে, কিন্তু সঠিক পদক্ষেপ নিলে প্রেমিকার মিথ্যে বলার অভ্যাসও বদলানো সম্ভব। তাই দেরি না করে আজই এসব কৌশল প্রয়োগ করে দেখুন।

Leave a Comment