অবশেষে সেন্টা মার্টিন হাত ছাড়া হওয়ার যে কারন জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরেেই একটা অভিযোগ করে আসছেন যে আমেরিকা সেন্টমার্টিন দখন করার চেষ্টা করছে বা তার কাছে সেন্টমার্টিনকে ঘাটি বানানোর দাবি করে আসছে।

অনেক বিশ্লেষকরাও দাবি করেছে যে ছাত্র আন্দোলনের পিছনে বড় একটা চক্রের হাত রয়েছে। এবং ইন্ডিয়া দাবি করেছে এই আন্দোলনে চীন, পাকিস্তান, ও আমেরিকার হাত রয়েছে।

কিন্তু উক্ত দাবি উড়িয়ে দিয়ে আমেরিকা জানিয়ে দিয়েছেন যে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদের কোনো হস্তক্ষেপ নেই।

সম্প্রতি এক গুনজনে বলা হয় সেন্টমার্টিন দ্বীপ আমেরিকাকে হস্তান্তর করা হয়।।

সাম্প্রতিক সময়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেনঃ আমেরিকার ইন্দো প্যাসিফিকে ঘাটি গড়ার লক্ষ আছে। সেটা যে আমাদের সাথে পুরোপুরি মিলবে এমন কথা নেই,ভারতের সাথে মিলবে এমনও কোনো কথা নেই।ভারত তাদের স্কোয়াডের সদস্য তাহলে কি আমরা মনে করতে পারি ভারতের স্বার্থ আর আমেরিকার স্বার্থ এক।অন্তত ভারত মহাসাগরে বা বঙ্গবসাগরে ভারত কখনোই ঘাটি চাবেনা।

ভারতের যে স্বার্থ আছে সেটা তারা দেখবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ তারা দেখবে।আমাদেরকে সবার সাথে ব্যালেন্স করে চলতে হবে।

তিনি আরো বলেন তিনটি শক্তি এর সাথে পুরোপুরি যুক্ত চীন ভারত মার্কিন যুক্তরাষ্ট্র।এবং তাদের প্রত্যকের একটা লক্ষ আছে। তাদের সাথে আমাদের আইডেন্টিফাই করলে চলবেনা।সেটুকুতে আমাদের স্বার্থ রক্ষা পাবে সেটুকু আমরা তাদের সহযোগিতা করবো।।

তিনি আরো বলেন সেন্টমার্টিন দিয়ে দেওয়ার জন্য সে বা তার মন্ত্রণালয় কোনো কাগজ পায়নি এবং আমেরিকা জানিয়ে দিয়েছে যে এটা পুরোপুরি গজব। এবং এই ধারণায় পাল্টাতে হবে যে আমেরিকার জন্যই সরকার পতন হয়েছে।

Leave a Comment