২০২২ কাতার বিশ্বকাপ জয়েও তার ছিল অনন্য ভূমিকা।

ডি মারিয়ার চলতি মাসের শেষ দিকে ঢাকা এবং কলকাতা সফরের কথা ছিল । তবে সেই সূচি আসেছে কিছুটা পরিবর্তন। জুলাই বা আগস্ট নয়,জানিয়ে ছেন চলতি বছরের অন্য কোনো সময়ে বাংলাদেশে আসবেন আর্জেন্টাইন এই ফুটবলার।

কলকাতার জনপ্রিয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত বলেছেন, ‘ডি মারিয়ার সঙ্গে আমার চুক্তি রয়েছে। সে আসবে এবং এই বছরেই আসবে।এখন আর্জেন্টিনা ও তার পূর্ণ মনোযোগ কোপা নিয়ে। আমি জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আর্জেন্টিনা যাব। তখন তার সাথে ঢাকা ও কলকাতার সফরসূচি চূড়ান্ত করব।’

ডি মারিয়া জাতীয় দলে খেললেও আসন্ন মৌসুমে কোন ক্লাব চূড়ান্ত করেনি। ডি মারিয়া তার ক্লাব এখনো ফাইনাল করেনি। ক্লাবের ফাইনালের বিষয়টিও গুরুত্বপূর্ণ।’

২০২৫ সালের সুরুতে ঢাকা ও কলকাতা আসার কথা আশা তার। জনপ্রিয় এই ক্রীড়া উদ্যোক্তা সম্প্রতি মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে দেখা করেছেন। এ সময় মেসির সঙ্গে ফোনালাপ ও হয় তার। দুজনই প্রাথমিক সম্মতি দিয়েছেন বলে জানিয়ে ছেন।

আগমের বিষয়ে জানান, আমি জখন মাসির বাবার সাথে দ্যখা করতে যাই তখন মেসির কল করে। তার বাবা আমার সঙ্গে কথা বলিয়ে দেন। তাদের পক্ষ থেকে প্রাথমিক সম্মতি পেয়েছি। এখন দিনক্ষণ ঠিক হওয়ার পালা। তারা কাস থেকে বেশ ইতিবাচক সারাও আসে।’

‌ফেব্রুয়ারিতে মেসির ইন্টার মিয়ামীর হয়ে চীনের সফর করবে। সেই সফরের সময় দেড় দিন সময় বের করে ঢাকা ও কলকাতা সফরের পরিকল্পনা চলছে। আমি আশাবাদী সে ঢাকা ও কলকাতায় আসবে।

Leave a Comment