কিসের অভাব এই ব্রাজিলের-যার জন্য পাত্তা পাচ্ছে না দলটি !!

ব্রাজিল দলের পরদাদা পেলে,রোনালদিনহো , রোমেরিও ইত্যাদি কিংবদন্তি খেলোয়াড়রা একটা সময় এই ফুটবল বিশ্বকে শাসন করে গিয়েছেন। এই সকল কিংবদন্তির বিদায়ে ফুটবল নিয়ে নতুন করে আশা দেখিয়েছিলো বর্তমান প্রজন্মের
কিছু তারকা প্লেয়ার কাকা, নেইমার।

কাকা ক্যারিয়ারের অনেকটা সময় মাঠে দাপিয়ে বেড়ালেও সুবিধা করতে পারেনি ব্রাজিল কিংবদন্তীদের উত্তসূরী খ্যাত নেইমার জুনিয়র। ইনজুরি যেন পুরো ফুটবল ক্যারিয়ারকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সর্বশেষ ২০০২ সালে ব্রাজিল দল পঞ্চমবারের বিশ্বকাপ জিতে। এর পর থেকে বিশ্বকাপ যেন এই দলের জন্য অমাবস্যার চাঁদ হয়ে গেছে। নেইমারের ইনজুরির পর মনে হয়েছিল ব্রাজিল ফুটবল দোল মনে হয় তার পুরোনো শাসিত রাজত্ব হারাতে বসেছে।

ঠিক ওই মুহূর্তে কিছু তরুণ ফুটবলার আবার ভক্তদের মনে আসার সঞ্চার করেছে- ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো প্লেয়াররা। ভক্তরা তাদের পেলে,নেইমার, রোনালদিনহোর আপডেট ভার্সননাম উপাধি দিয়েছিলো। কিছুটা সময় ভক্তদের মনে আশা যোগালেও, তেমন কিছু এখন পর্যন্ত করে দেখতে পারেনি তরুণ এই ফুটবলের রা!

দিন যায়-মাস যায়-বছর যায়! কোপা আমেরিকা আসে, আসে বিশ্বকাপ; সব শিরোপাই যেন ব্রাজিল ফুটবল দোল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। শুধু মাত্র শিরোপা জেতা নয়- ভক্তদের চোখের প্রশান্তি দিতে পারে এমন কোনো খেলাও কোনো খেলোয়াড় উপহার দিতে পারছেন নাহ।

সবকিছুর পরেও কোটি ভক্ত পথ চেয়ে বসে আছে, পেলে-রোনালদিনহো-নেইমারের নতুন রূপকে মাঠে দেখতে পাবে। যারা এইসব কিংবদন্তি তারকাদের মতো আগ্রাসী রূপ নিয়ে মাঠে আসবে এবং ভক্তদের একটুখানি চোখের প্রশান্তি দেন করবে।

Leave a Comment