যে কারণে অভিনয় ছেড়েছিলেন কয়েক প্রজন্মের জনপ্রিয় নায়িকা শাবানা

শাবানা নামটি শুনলে আজও অনেক চলচ্চিত্রপ্রেমীরা নস্টালজিক হন। কয়েক দশক ধরে অভিনয়ের সঙ্গে জড়িত থাকা অনেক নায়ক-নায়িকাদের কাছে স্বপ্নের একটি নাম শাবানা। ৭২ বছর বয়সী শাবানা মত্র ৮ বছর বয়সে চলচ্চিত্রে নাম লেখান। টানা চার দশক অভিনয়ের সঙ্গে ছিলেন তিনি।তবে দুই যুগ ধরে নেই কোন দরনের অভিনয়ে। নেই চলচ্চিত্রসংশ্লিষ্ট কোনো আড্ডায়ও। অথচ তিনি এখনো বেস আলোচনায় থাকেন।কোনো না কোনো ছবির সম্প্রচারের মাধ্যমে তিনি ভক্তদের মাঝেই থাকেন।

যে শাবানা একসময় তার অভিনয় দিয়ে সবাইকে মাতিয়ে রাখতেন, তিনি ২৪ বছর ধরে দেশে নেই।তার নাগাল পান্না না চলচ্চিত্রসংশ্লিষ্ট হাতে গোনা দু-একজন ছাড়া। তবে তিনি এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। সঙ্গে আছেন প্রযোজক স্বামী ওয়াহিদ সাদিক ও তিন সন্তান। হঠাৎ হঠাৎ বাংলাদেশে আসেন,আবার কয়েক দিন পরিবার ও স্বজনদের সঙ্গে কাটিয়ে আবার উড়াল দেন যুক্তরাষ্ট্রে। পরিবারের সবাইকে নিয়ে নিজের মতো করে থাকতেই তিনি আনন্দ পান। তাই তো সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে সময় কাটান ।
শাবানা যখন অভিনয় ছাড়েন, তখন আজকের মতো ফেসবুক ছিল না। সামাজিক যোগাযোগের অন্য কোনো মাধ্যমও ছিল না। তবে অ্যানালগ যুগেও শাবানা যেন ডিজিটাল যুগের আলোচনায় থাকেন বেস, তাঁর অসাধারণ সব কর্মের কারণে। নাতি-নাতনিরা এসবের খবর শাবানার কাছে পৌঁছে দেন।

অভিনয় নিয়ে চূড়ান্ত ব্যস্ততার মাঝে হঠাৎ করে তিনি যুক্তরাষ্ট্রের পাড়ি জমান। এর পর অবশ্য কয়েকবার অভিনয় ফেরার কথা শোনা গেলেও আর ফেরেননি তিনি। এরমধ্যে বেগম রোকেয়ার জীবনী নিয়ে একটি চলচ্চিত্র তৈরীর কথা চিরতার এ নিয়ে বেশ গুণজন ছরিয়েছিল। তবে এখন আর অভিনয়ে ফেরার কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন তিনি।

কয়েক প্রজন্মের জনপ্রিয় এই অভিনয়শিল্পী বলেন, ‘এই বয়সে আর কীভাবে? এখন তো অনেক বয়স হয়ে গেছে। সময় পার করে দিচ্ছি আল্লাহর নাম নিয়ে। মাঝেমধ্যে সুখময় স্মৃতিগুলো মনে করি। ছেলেমেয়ে, নাতি-নাতনিরা মাঝেমধ্যে আমার ছবি সম্পর্কে নানা কিছু জিজ্ঞাসা করে।

গেল দুই যুগ ধরে অভিনয় নেই শাবানা। তাতে কি হয়েছে? চার দশক ধরে এমন সব অভিনয় করেছে, যা মানুষের মনে আজও গেঁথে আছে। নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তাইতো দেশের মানুষ আজও নস্টালজিক হয় তার নামে।

কী কারণে তিনি অভিনয় ছেড়েছিলেন সে প্রসঙ্গে শাবানা বলেন, ‘শৈশবে অভিনয়ের সঙ্গে যুক্ত হই। নিজেকে দেওয়ার মতো সময় পাইনি। কাজ, কাজ আর কাজ। এভাবেই কেটেছে একটানা ৪০ বছর। পরিবার ও সন্তানদের সময় দেওয়ার ব্যাপারটি একটা সময় জরুরি হয়ে পড়ে। দেশের বাইরে পড়াশোনার বিষয়ও ছিল। তাই সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিনয়টা ছাড়তে হয়েছে আমার।

Leave a Comment