মেগা প্রজেক্ট নামে লুটে নেওয়া হয় হাজার হাজার কোটি টাকা,বাদ যায়নি মেট্রোরেল!!

সরকার পতনের পর পরেই আওয়ামী লীগের ১৭ বছরের দূর্নীতি সামনে আসতে থাকে।বিদেশে পাচার হয় লক্ষ কোটি টাকা। উন্নয়নের নামে লুটপাট করে নিজেদের ব্যাংক একাউন্ট ভারি করে চলছিলো আওয়ামী সন্ত্রাসীরা।

মেগা প্রজেক্ট নামে লুটে নেওয়া হয় হাজার কোটি টাকা।বিদেশ থেকে লোন নিয়েও তারা বিদেশে টাকা পাচার করেছে দিনের পর দিন। উন্নয়নের নামে লুটপাট করার আরেকটি প্রকল্পের নাম মেট্রোরেল।

মেট্রোরেল প্রকল্প উদ্বোধনের পর থেকেই ঢাকাবাসী সাচ্ছন্দে যাতায়াত করা শুরু করে। রাস্তায় জ্যাম এরিয়ে অনেকেই বিকল্প হিসেবে মেট্রোরেলকে প্রধান্য দিয়েছিল।

গত জুলাই বিপ্লবের সময় মেট্রোরেলের কাজিপাড়া ও মিরপুর স্টেশনে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটলে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।উপদেষ্টা সরকার মেট্রোরেল মেরামত করে আবার পূনরায় চালু করলে দেকা যায় নতুন বিড়ম্বনা।

মেট্রোরেলের রেলপথের ভায়াডাক্টের একটি অংশে স্প্রিং সরে যাওয়ার ঘটনায় আগারগাঁও-মতিঝিল রুটে বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। স্প্রিং সরে যাওয়ায় ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে গেছে। ফলে মেট্রোরেল চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের রেলপথের একটি অংশের ভায়াডাক্ট দেবে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে আগারগাঁও-মতিঝিল-আগারগাঁও রুটের মেট্রো ট্রেন চলাচল। এটি ঠিক না হওয়া পর্যন্ত এ রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে আংশিক রুটে চলাচল করছে মেট্রোরেল।

জানা গেছে, মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের পরে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনের একটি পিলারের ওপরের ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে গেছে। ফলে সেখানে রুট অ্যালাইনমেন্ট উঁচু-নিচু হয়ে গেছে।

Leave a Comment