ঘরে বসেই আপনার মেডিকেল রিপোর্ট চেক করুন। এই আর্টিকেলটিতে দেখানো হয়েছে, কীভাবে GAMCA medical Report check করার সম্পূর্ণ পদ্ধতি। মেডিক্যাল রিপোর্ট অনলাইন এ চেক করতে যা যা প্রয়োজন: যার রিপোর্ট চেক করবেন তার পাসপোর্টের নাম্বার, একটি ডিভাইস (মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ)। gcchmc.org check medical status Bangladesh full process 2024.
How to check GAMCA Medical Report
আশা করছি, আপনি GAMCA medical Report CHECK করার জন্য প্রস্তুত। অনলাইনে মেডিক্যাল রিপোর্ট চেক করার জন্য, নিচের দেয়া পদ্ধতিগুলো ধাপে ধাপে অনুসরণ করুন: ( medical report check )
১) প্রথমেই, ক্রোম(Chrome) ব্রাউজার ওপেন করুন।
২) সার্চ বার এ করুন ” cmcl.boems.co/result ” । হুবহু এই রকম লিখে সার্চ করবেন।
৩) সার্চ করার পর আপনার সামনে নিচের দেয়া ছবির মতো একটি ওয়েবসাইট ওপেন হবে।
৪) যে ব্যক্তির মেডিকেল রিপোর্ট চেক করবেন, তার পাসপোর্টটি হাতে নিন।
৫) নিচের ছবিতে দেয়া (1) অংশে পাসপোর্ট নম্বরটি সঠিক ভাবে বসান। [পাসপোর্ট নাম্বারটি পুনরায় একবার চেক করে নিন]
৬) পাসপোর্ট নম্বরটি বসানোর পর, নিচের ছবির (২) নং অংশে একটি ৬ ডিজিটের কোড দেখতে পারবেন।
৭) ছবির ২নং অংশের কোডটি , ছবির ৩নং অংশে বসান।
৮) কোডটি সঠিকভাবে বসানো হলে, সাবমিট বাটন এ ক্লিক করুন।
৯) সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবির মতো একটি পেজ ওপেন হবে।
১০) উপরের ছবিটিতে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, মেডিক্যাল রিপোর্ট এর সময়কাল ইত্যাদি দেখতে পারবেন।
১১) কীভাবে বুঝবেন আপনি মেডিক্যাল এর জন্য (Fit না Unfit)
১২) নিচের ছবিটির ৭ নং অংশে Status option এ (Fit/Unfit) দেখতে পাবেন।
১৩)মেডিক্যাল রিপোর্টটি ডাউনলোড করার জন্য, ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার মেডিক্যাল রিপোর্টটি ডাউনলোড করে নিন।
১৪) ডাউনলোড করার পর ফাইলটি দেখতে এমন হবে।