আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জিতে অবসর নিয়েছেন অ্যাঙ্খেল দি মারিয়া। কোচ লিয়োনেল স্কালোনির অনুরোধও শোনেননি তিনি। কোপা আমেরিকা কাপ জেতার পরে এক প্রেস কনফারেন্সে এঞ্জেল ডি-মারিয়া বলেন এই ম্যাচটি আমরাই জিতবো। আমাদের পূর্ণাঙ্গ বিশাস ছিল।
আর্জেন্টিনা যখন কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকা জিতছে তখন অধিনায়কের আর্ম ব্যান্ড তাঁর হাতে। লিয়োনেল মেসির সঙ্গে চ্যাম্পিয়ন হয়েছেন তিনিও। চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবলকে অবসর জানিয়েছেন। কোচ লিয়োনেল স্কালোনির অনুরোধও শোনেননি।
এঞ্জেল ডি মারিয়া আরো বলেন: ” আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়! আমি ফাইনালের আগে একরাতে স্বপ্নে দেখেছিলাম আমরা কোপা আমেরিকার কাপ নিয়ে উল্লাস করছিলাম”। আমি আমার স্বপ্নের কথা আমাদের কোচসহ পুরো টিমকে জানিয়েছিলাম। কেরিয়ারের প্রথমার্ধে আর্জেন্টিনার জার্সিতে ট্রফি জিততে না পারলেও ধীরে ধীরে সময় বদলেছে। বিগত ৪ বছরে চারটি ট্রফি জিতেছেন ডি মারিয়া।
আর্জেন্টিনার ফুটবলার বলেন, “দেখে মনে হয় খুব সহজ। কিন্তু এতগুলো ট্রফি জেতা সহজ নয়।
এঞ্জেল ডি মারিয়াকে পুরোদমে আটকানোর চেষ্টা করেছিলেন দলের কোচ স্কালোনি। কিন্তু পারেননি! তিনি বলেন, “ডি মারিয়া আমাদের হয়ে অনেক ভাল ম্যাচ খেলেছে। কিন্তু আজকের এই ম্যাচটা সেরা ছিল। যখন ওর পা চলছিল না, তখনও ২৫ বছরের তরুণের মতো দৌড়াচ্ছিল। ও এক জন কিংবন্তি ফুটবলার। আফার পক্ষ থেকে অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু ওকে ফেরানোর কোনও সাধ্য আমাদের মধ্যে নেই। আমরা চেয়েছিলাম, অবসরের আগে অন্তত আর ১টি ম্যাচ খেলেভক্ত ও সতীর্থদের কাছ থেকে বিদায় নিক ।