মেসি কাদলেন মেসি হাসলেন , খুদে জাদুকরের হাসি কান্নার অদ্ভুত বৈপরীত্য, মিলেমিশে একাকার আর্জেন্টিনার রেকর্ড গড়া শিরোপায়। কোপা আমেরিকা, বিশ্বকাপ, কোপা আমেরিকা, এই তিন মেজর শিরোপা জয়ের অনন্য ভিড়তি উঠে গেল ইতিহাসের পাতায়। সময়টা এখন আর্জেন্টিনার সময়টা এখন মেসির।
নিষ্পাপ শিশুর মতন মেসির এই কান্না কখনো দেখেনি ফুটবল প্রেমীরা। তখন কে জানত খুদে জাদুকরের চোখের পানি আশীর্বাদ হয়ে আসবে সতীর্থদের কাছে। মেসির মার ছাড়ার পরে জয়ের খুদে বেড়ে যায় আর্জেন্টিনার ফুটবলারদের। দারুন ফিনিশিংয়ে মেসির মুখে হাসি ফোটালেন আসোরের ৫ গোল করে গোল্ডেন বুট জেতা লতার মার্টিনেজ।
শিরোপা জয়ের পর ১৫ বছর ক্যারিয়ারের ইত্তি টেনেসেন এঞ্জেল ডি মারিয়া। প্রিয় দলকে বিদায় জানানোর সময় টা দারুন ছিল এই আর্জেন্টাইনের।নিজের শেষ ম্যাচে দলকে বড় একটি জয় উপহার দিলেন তিনি
আট বছর আগে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চিলির সাথে হেরে যায় আর্জেন্টিনা।তখন চিলির বিপক্ষে একটি প্ল্যান্টি সুটআউট মিস করেন মেসি যার কারনে হারতে হয় টিম আর্জেন্টিনা কে। এরপর পরপরই জাতীয় দলকে বিদায় জানান মেসি, এরপরেও ফিরে আসে মেসি তার সতীর্থদের কাছে, হাল ধরেন টিম আর্জেন্টিনার।
অনেকেই ভেবেছিল, বিশ্বকাপের পর অবসর নেবে মেসি। কিন্তু, আর্জেন্টিনার তিন তারকা জার্সিতে খেলতে চেয়েছেন তিনি সেই আশা ও পূর্ণ করলেন।
গুঞ্জন সোনা গেছিল, এটি মেসির জন্য শেষ কোপা। তবে এদিনও ইনজুরির কারণে মাঠ ছাড়তে হলে আর্জেন্টিনার মহাতারকাকে। ৬৬ মিনিটে বদলি করা হলো তাকে।
জাতীয় দলের বিদায়টা রঙিন হলো ডি মারিয়ার, কিন্তু লিওনেল মেসি কোথায় থামবেন, আর কত উচ্চতায় উঠলে বন্ধ হবে গ্রেটেস্ট অফ অলটাইম বিতর্ক।
কোচ স্কলনি বলেন,মেসির এমন কিছু গুন আছে যা সব ফুটবলারের থাকা উচিত,সেই ইতিহাসের সেরা সে খেলা চালিয়ে যেতে চায়। সেটা সে স্বার্থপর বলে নয় বরং সে জিততে চায় সবাইকে সাথে নিয়ে। বিশ্বকাপ জিতে সেরা দলটার দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন এখন সেটাই উপভোগ করছেন তিনি।